বিজনেস প্রতিদিন ডেস্ক: আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড বিদায়ী ২০২৪ সালের বার্ষিক ক্লোজিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় কোম্পানিটি ২০৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার ৩১১ টাকার ব্যবসা করেছে। এছাড়া ২০২৫ সালের ৩০০ কোটি টাকার ব্যবসা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রোগ্রাম সম্পন্ন করা হয়।
সম্প্রতি কোম্পানির বার্ষিক ক্লোজিং পরবর্তী তিন দিন ভিন্ন ভিন্নভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার গুলশানের ঐতিহ্যবাহী সিক্স সিজন হোটেল, ঢাকায় ‘এক্সিকিউটিভ এক্সিলেন্স প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’র চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক কে.এম রেজাউল হাসানাত, আব্দুল্লাহ হিল রাকিব এবং আহসান কবির খাঁন।
গতকাল শনিবার টিসিবি অডিটরিয়াম, কাওরান বাজার, ঢাকায় ‘সেলস সুপারস্টার্স ইউনিট ম্যানেজারস মিটিং’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব।
এছাড়া রোববার টিসিবি অডিটরিয়াম, কাওরান বাজার, ঢাকায় ‘বিজনেস বুস্টার্স ব্রাঞ্চ ম্যানেজার মিটিং’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব।
উল্লেখ্য, ‘বিজনেস বুস্টার্স ব্রাঞ্চ ম্যানেজার মিটিংয়ে’ পাঁচজন লিডারর্সকে নতুন গাড়ি এবং ছয়জন লিডারর্সকে গাড়ির মডেল পরিবর্তন করে দেওয়া হয়।
উপরোক্ত তিনটি প্রোগ্রামের সভাপতিত্ব করেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নুরে আলম ছিদ্দিকী অভি।
Leave a Reply