সংবাদ বিজ্ঞপ্তি:ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের জয়পুরহাট অফিসে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এম হাসান নুরুল্লাহ।
সভার সভাপতি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মো: রফিকুজ্জামান বলেন, নতুন কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিমা গ্ৰাহকদের বিমা দাবী যথা সময়ে পরিশোধ করার কথা উল্লেখ করেন।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে, কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।
এসময় প্রথম বর্ষ ব্যবসার পাশাপাশি নবায়ন সংগ্ৰহের জন্য জোর তাগিদ দেওয়া হয়। নবায়নের হার কমপক্ষে ৭০% থাকতে হবে। যে সকল কর্মী শতভাগ নবায়ন সংগ্ৰহ করতে পারবেন, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। যে সকল পলিসি তামাদি হয়ে গেছে,সে সকল পলিসি পুনরুদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।
Leave a Reply