সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র মাহে রমজানে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে মাসব্যাপী ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত|
রোববার (০২ মার্চ) প্রথম রমজান থেকে মাসব্যাপী শুরু হয়েছে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষন।
কুরআনুল কারীম অবতীর্ণের মাস হিসেবে পবিত্র রমজান মাসে মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে তালিমুল কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে|
প্রশিক্ষণটি ০২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতি কর্মদিবসে অফিস সময়ের পূর্বে আধা ঘন্টা (সকাল ৯.০০-৯.৩০টা) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয় ও আশেপাশের অফিসের কর্মরতদের মধ্য হতে পবিত্র কুরআন শিখতে আগ্রহীদের নাম রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে।
এই উপলক্ষে আজ রোববার ০২ মার্চ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কোম্পানির সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন।
এসময় প্রতিষ্ঠানটির সিনিয়র ডিএমডি শাহজাহান আজাদী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী সহ প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply