নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানের ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল, তাতে ছেদ পড়ছে এবার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আসছে রোজার ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না।
অথচ এর আগে বলা হয়েছিল, ঈদ সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের ডিজাইনের সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরই থাকবে। বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে।
সেই সিদ্ধান্ত পাল্টে সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ঈদে নতুন টাকাই আর ছাড়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “বাংলাদেশ ব্যাংক নতুন টাকার নোট দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। ঈদ উপলক্ষে নতুন নোট দেওয়া হবে না।”
কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হল জানতে চাইলে তিনি বলেন, “এ কারণ বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়নি। এমনকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রতি বছর নতুন নোট পায়। আমরাও সেটা এবার পাব না।”
Leave a Reply