নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের স্তম্ভ মিউচুয়াল ফান্ড। আমাদের বাজারে তার প্রভাব খুবই কম। আমরা জানি দেশের মিউচুয়ালরফান্ডের কি অবস্থা, কিভাবে হয়েছে কাদের জন্য হয়েছে। টাস্ক ফোর্স ইতিমধ্যে এসব বিষয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ।
বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশে মাকসুদ বলেন, আমরা একটা ভগ্ন প্রক্রিয়ার ইকোনোমি থেকে উঠে দাঁড়াচ্ছি। গত ৯ মাসে আমাদের কান্ডারিরা এই জাহাজ যে ঘুরিয়ে আনতে পেরেছে সেটিই একটি প্রশংসনীয় বিষয়। বিএসইসির কাজ রেগুলেট করা। বাজারের সূচক উঠানো নামানো আমাদের কাজ না। বাজরের উন্নয়নে পলিসি তৈরি করা এবং বাজারে তা কাজ করছে কিনা তা মনিটরিং করা আমাদের কাজ।
তিনি বলেন, বাজারে অনেক স্বল্প মূলধনী কোম্পানি বিরাট মূলধন দেখিয়ে ১০/২৭৫ বাজার থেকে অনেক টাকা নিয়ে গেছে। একা বিএসইসি নয় এই বাজারের জন্য ৪ টি নিয়ন্ত্রণ সংস্থার অনেক কিছু করার আছে।।
এখানে আইডিআরএ, এফআরসিও বাজারের বড় একটি অংশ।
রাশেদ মকসুদ বলেন, সরকারের প্রধান অঙ্গিকার জবাবদিহিতা। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির যৌথ টাস্ক ফোর্স করতে যাচ্ছে। তারা কাজ করবে কোম্পানিগুলোকে ব্যাংকমুখি থেকে ফিরিয়ে শেয়ারবাজারমুখি করতে কাজ করবে।
Leave a Reply