1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ’র চেয়ারম্যানসহ ১২ জনের বরাদ্দ ফ্ল্যাট বাতিল - Business Protidin

আইডিআরএ’র চেয়ারম্যানসহ ১২ জনের বরাদ্দ ফ্ল্যাট বাতিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরে বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পে বরাদ্দ পাওয়া কয়েকজন সাবেক সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ জুলাই) এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

ধানমন্ডি আবাসিক এলাকার ৬/এ সড়কের ৭১১ নম্বরে নির্মাণাধীন ভবনে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বরাদ্দ করা মোট ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক এই কর্মকর্তাদের ফ্ল্যাট বাতিলের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়।

ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে তারা হলেন, সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (বর্তমানে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান), সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ।

এছাড়াও সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com