নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন লেনদেন শুণ্যতায় ভোগছে দেশের শেয়ারবাজার। নানান সংকটে থাকা বাজারের গত কয়েকদিন দেখা গেছে ভিন্ন চিত্র। তবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকার বা ৪৩ শতাংশ।এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। যা আগেরদিন ৫৪ পয়েন্ট বেড়েছিল। লেনদেন পৌঁছেছে হাজার কোটি টাকার ঘরে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৮.০৭ শতাংশের। আর দর কমেছে ১৬৭ টি বা ৪২.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৫৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২০২পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছিল।
Leave a Reply