নিজস্ব প্রতিবেদক: দূর্বল পাঁচ ইসলামি ধারার ব্যাংক একীভূত করে নতুন একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় সরকার প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন দেবে। নতুন ব্যাংকের মোট মূলধন দাঁড়াবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাবেক ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গত রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকের অধীনে স্থানান্তরিত হবে। ব্যাংকটি মুনাফা করতে শুরু করলে ধাপে ধাপে শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এবং এক থেকে দেড় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে সম্মতি দিলেও এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চেয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক একীভূত হবেই, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। আমানতকারীদের টাকা নিরাপদ থাকবে, সরকার পূর্ণ দায়িত্ব নেবে।
Leave a Reply