নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শেয়ারবাজারের সার্বিক পলিসিগত রিফর্ম করে বাজারের উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে শেয়ারবাজারের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাজার সংশ্লিষ্টরা শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএ’র সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংকের সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা।
Leave a Reply