নিজস্ব প্রতিবেদক: দেশের রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ও বড় অঙ্কের মূলধন ঘাটতির প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূত করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এ লক্ষ্যে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সম্প্রতি বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৪৯ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ১৮ হাজার ১৮৯ কোটি টাকা। একই সময়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণ ছিল প্রায় ২০ শতাংশ এবং মূলধন ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৪৭০ কোটি টাকা।
সভায় জানানো হয়, বিশেষায়িত ব্যাংকগুলোর কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে একীভূতকরণ বা বিকল্প কাঠামোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। পাশাপাশি খেলাপি ঋণ কমানো, কম সুদে আমানত সংগ্রহ এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply