নিজস্ব প্রতিবেদক: দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমানে দেশের বাইরে বাংলাদেশের ইমেজ অনেক বেটার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের কিন্তু বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিট্যান্স ভালো। বিষয়টা এমন না যে আমরা মরিয়া হয়ে উঠেছি আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে ঋণের জন্য। বর্তমানে বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কী কোনো নেগোসিয়েশন হয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সঙ্গে নেগোসিয়েশন হয়েছে, তারা একটা বোর্ড…। আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে। অনেকেই ভাবছে আমরা ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসছি। আমরা আমাদের নিজস্ব তাগিদে অনেক কন্ডিশন মেনে আনছি। কিছু শর্ত আছে তারা বললেই আমরা করবো, বিষয়টা কিন্তু তা না। আমরা বলেছি আমরা আমাদের মতো করে করবো।
আগামী মার্চ মাসে আইএমএফ এর বোর্ড সভায় বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মার্চে না, আমরা বলেছি একটু অপেক্ষা করবো। জুনে এক সঙ্গে দুইটার রিভিউ করবো। সেটা আমাদের জন্য বেটার হবে। দ্রুত আমাদের পর্যাপ্ত সাপোর্টের প্রয়োজন।
এটা আমরা চেয়েছি নাকি আইএমএফ নিজে থেকে করবে বলেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাজেস্ট করেছে, তবে আমি বলেছি অনেকগুলো বিষয় আছে যেটা আমরা দ্রুত করতে পারবো না।
সম্প্রতি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) সঙ্গে বৈঠক হয়েছে, সেখান থেকে কী নিয়ে এলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইফাদ বাংলাদেশের কৃষিখাত উন্নয়নে বড় অবদান রাখছে। আমাদের কৃষিখাত, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যে উন্নয়ন দেখেন সেটা তাদের জন্য হয়েছে। তা না হলে আমরা ১৭ কোটি লোককে খাওয়াতে পারতাম না। আমরা তাদের বলেছি এসব খাতে আরও বেশি অর্থায়ন করতে।
Leave a Reply