1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের আলোচনা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের আলোচনা অনুষ্ঠিত লাইফ বীমায় নতুন বিধি: দেশের বাইরে প্রধান কার্যালয়ের ব্যয়সীমা সর্বোচ্চ ৩ শতাংশ দুই বছরের মুনাফা পাচ্ছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ব্যবসা ও মুনাফা ধস টেকনো ড্রাগসের কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সরকারের সব ব্যাংক একসঙ্গে ঠিক করা সম্ভব নয়: গভর্নর শেয়ারবাজারে পলিসি রিফর্মের আশ্বাস তারেক রহমানের গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিমের নিয়োগ অনুমোদন নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার আকিজ তাকাফুল লাইফের সিইও সাজ্জাদুল করিমের নিয়োগ অনুমোদন

অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের আলোচনা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নার সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সাহিত্য আলোচনা অনুষ্ঠান।

‘বাংলার ইতিহাসের আলোয় কথাসাহিত্যে আতা সরকার: তিতুর লেঠেল, আপন লড়াই, পুষ্পকুন্তলা তুমি, সাহসী মানুষের গল্প’ শীর্ষক এ আয়োজনে সমকালীন বাংলা কথাসাহিত্যে ইতিহাসচেতনতার নানা দিক গভীরভাবে আলোচিত হয়।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইতিহাস গবেষক, প্রবন্ধকার ও ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ প্রফেসর আশরাফ আল দীন ও প্রফেসর আহসান সাঈদ, গবেষক শাহ সিদ্দিক, প্রবন্ধকার ও সাংবাদিক হাসান শরীফ, কথাসাহিত্যিক মণি হায়দার, প্রবন্ধকার বিলু কবির, সাংবাদিক-কবি বজলুর রায়হান, প্রবন্ধকার করিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি জুনান নাশিত, প্রবন্ধকার অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন এবং আলোচনার কেন্দ্রে থাকা কথাসাহিত্যিক আতা সরকার।

আলোচকরা আতা সরকারের কথাসাহিত্যে বাংলার ইতিহাস, সমাজবাস্তবতা ও সংগ্রামী মানুষের জীবনচিত্র কীভাবে শিল্পসম্মত রূপ পেয়েছে, তা বিশ্লেষণ করেন। বক্তারা বলেন, ইতিহাসকে কেবল তথ্য হিসেবে নয়, মানবিক বোধ ও সাহসী মানুষের গল্পে রূপান্তর করার দক্ষতাই আতা সরকারের কথাসাহিত্যের প্রধান শক্তি।

অনুষ্ঠানের শুরুতে কবি আল মাহমুদের ‘আমার মাথা’ শীর্ষক কবিতা পাঠের মাধ্যমে স্বাগত সম্ভাষণ জানান অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন। তাঁর বক্তব্যে প্রকাশনা জগতে গুণগত সাহিত্যচর্চা অব্যাহত রাখার অঙ্গীকারও উচ্চারিত হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মাঝে লটারির মাধ্যমে আতা সরকারের বইসহ অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত পাঁচ সেট বই উপহার হিসেবে প্রদান করা হয়। প্রাণবন্ত আলোচনা ও সাহিত্যিক আবহে আয়োজিত এ অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় বিকেল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com