নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সোমবার (১৯ আগস্ট) যোগদান করেছেন নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সোমবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছ।
এর আগে রবিবার (১৮ আগস্ট) রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ উপসিচব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএসইসির এক কর্মকর্তা বলেন, রাশেদ মাকসুদ বিএসইসিতে যোগদানের জন্য এখন (দুপুর দেড়টা) মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকতা শেষ করছেন। এখানে শেষ করে তিনি বিএসইসিতে যাবেন।
উল্লেখ, রাশেদ মাকসুদ একজন ব্যাংকার। ২৮ বছরের কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এরমধ্যে সর্বশেষ দূর্বল স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর আগে এনআরবিসি ব্যাংকেও একই পদে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply