নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-র মিউচুয়াল ফান্ড ট্রান্সফারের তদন্তের আদেশ প্রত্যাহার করেছে। বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে আবার ১০ মিউচ্যুয়াল ফান্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দিয়েছে।
গত সপ্তাহে বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে বিএসইসি পূর্বে জারি করা তদন্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং রেসের পোর্টফোলিওতে থাকা অ্যাসেটের ব্লক ট্রানজাকশন নিষিদ্ধ করার আদেশও তুলে নিয়েছে।
জানা যায়, আইনি দিকগুলো যাচাই করার পর এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বিএসইসি তদন্ত চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ফান্ডগুলো পরিচালনার অধিকার রেসকে পুনরায় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। তাই বিএসইসি আর তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় না।
এর আগে গত জুনে বিএসইসি এক আদেশে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিটের ব্লক মার্কেট ট্রানজাকশন নিষিদ্ধ করেছিল।
এই ফান্ডগুলো হলো: ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জানাতা ব্যাংক, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
পরে বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনাধীন ফান্ডগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অভিযোগ তোলে যে প্রতিষ্ঠানটি ফান্ডগুলোর অর্থ অপব্যবহার করেছে।
Leave a Reply