1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিটিভিতে পুঁজিবাজার বিষয়ে বিনিয়োগ শিক্ষা অনুষ্ঠান প্রচারে বিএসইসির চিঠি - Business Protidin
শিরোনাম :
প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত দেশে সরকারি ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কার্যক্রম শুরু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘ক্ষুদ্র ঋণ ব্যাংক’ গঠনের উদ্যাগ সরকারের পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের বেতন কমছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কর্মীদের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা লাভেলো আইসক্রিমের এমডির পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠান টিকে থাকা ও সফলতার মৌলিক ভিত্তি: আমির খসরু দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে দেশের ৬ কোটি ২০ লাখ মানুষ: বিশ্বব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কঠোর নির্দেশনা জারি

বিটিভিতে পুঁজিবাজার বিষয়ে বিনিয়োগ শিক্ষা অনুষ্ঠান প্রচারে বিএসইসির চিঠি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার সংক্রান্ত বিনিয়োগ শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘ফাইন্যান্সিয়াল লিটেরিসি’ কার্যক্রম চলমান রয়েছে। তবে এ কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি এবার বিনিয়োগ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ উদ্যোগের প্রসার বাড়াতে এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিটিভিতে জনস্বার্থে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করার জন্য অর্থ মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

সম্প্রতি বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটেরিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে ওই চিঠির অনুলিপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও পাঠানো হয়েছে।

শেয়ারবাজারে যারা বিনিয়োগ করতে আসবেন, তারা যেন বিনা খরচে প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষা নিয়ে বাজারে আসতে পারেন, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী পুনর্গঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বধীন কমিশন জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশিজনদের বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বাড়াতে আহ্বান জানানো হয়েছে।একইসঙ্গে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সহযোগিতায় দেশের সর্বত্র সব শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশে একত্রে কাজ করবে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি ২০১৭ সাল থেকে দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারিসি কার্যক্রম শুরু করেছে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে আসবে তারা যেন প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে বাজারের ধরণ সম্পর্কে বুঝে বিনিয়োগ করতে পারে। সেজন্য বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা থাকা আবশ্যক, যা বিনিয়োগকারীদের ক্ষতি এড়াতে সহায়ক হবে।

এ লক্ষ্যে বিএসইসি’র একাডেমিক উইং হিসাবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) বাজার মধ্যস্বতাকারীদের জন্য নতুন নতুন শিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করছে। তাছাড়া দেশের প্রায় সব জেলাতে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ এবং প্রচেষ্টাকে আরো বেগবান করতে গণমাধ্যম একটি অন্যতম মাধ্যম। তাই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যেহেতু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই বিটিভির মাধ্যমে পুঁজিবাজার সংক্রান্ত বিনিয়োগ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে পারলে, তা দ্রুত বিনিয়োগকারীদের নিকট পৌঁছানো উল্লেখ্য বিটিভিতে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের অনুরোধ জানিয়ে বিএএসএম ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বরাবর একটি পত্র প্রেরণ করেছে।

অতএব, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিটিভিতে জনস্বার্থে বিনাখরচে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের জন্য একটি স্লট বরাদ্দের ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

তথ্য মতে, দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিএসইসি। এরই ধরাবাহিকতায় বিএসইসির উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। পরবর্তীতে ২০১৬ সালে বিএসইসির উদ্যোগে প্রতিষ্ঠা করা ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)’। মূলত বিআইসিএম প্রতিষ্ঠার পর ২০১৭ সাল থেকেই দেশে বিনিয়োগ শিক্ষার প্রচার ও প্রসার শুরু হয়। বর্তমানে এ দুইটি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি আয়োজন করার মাধ্যমে শিক্ষিত বিনিয়োগকারী ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এদিকে বিনিয়োগ শিক্ষার বিষয়টি স্কুল কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যাগ নেয় বিগত সরকারের তৎকালীন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। স্কুলপর্যায়ের বিনিয়োগ শিক্ষা, একজন নাগরিককে পরিণত বয়সে আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে- এমনটি ভেবেই দেশে জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে বিশেষ ধরনের ‘ই-লার্নিং প্ল্যাটফর্ম’ গড়ার চিন্তা-ভাবনা করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায় থেকে সচেতনতা বাড়াতে মাধ্যমিক থেকে পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে বিনিয়োগ শিক্ষার বিষয়টি সিলেবাসে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করা হয়। একইসঙ্গে বিনিয়োগ শিক্ষার বিষয়ে মাস্টার্স বিভাগ চালু করার চিন্তা-ভাবনা করা হয়েছিল।

পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষার প্রসারে কর্মকাণ্ড:

গত বছরের ২৫ ফেব্রুয়ারি সর্বশেষ বিএসইসি ও বিএএসএম’র যৌথ উদ্যোগে জেলাপর্যায়ে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর জেলাতে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’ আয়োজন করে। তার আগের বছরের ১৮ মার্চ বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়।

গত বছরের ২২ অক্টোবর জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বিএসইসি ও দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সর্বত্র সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ সাধারণ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বিএসইসির দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বধীন কমিশন এ উদ্যোগ গ্রহণ করে। তার আগে ৩০ সেপ্টেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশিজনদের সঙ্গে বৈঠকে বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বাড়ানো এবং পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে বিএসইসি।

গত ৮ মে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্টের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে ডিএসই।

গত ২২ মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্রগ্রামের কার্যালয় সফর করেন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলোজি চিটাগংয়ের (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। বিএসইসির নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

গত ২৯ মে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com