নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেডের গ্যাস সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বাস্তাবায়ন হয়।
কোম্পানির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৫ মে হাইকোর্টের আদেশের ভিত্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংযোগ পুনঃস্থাপনের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে গ্যাস সংযোগ চালু করা হয়েছে।
জানা গেছে, কোম্পানির আইন বিভাগের অনুমোদন পাওয়ার পর ১২ জুন বিক্রয় বিভাগ (সাভার)সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।
এর আগে, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শাইনপুকুর সিরামিকস হাইকোর্টে একটি রিট আবেদন করে। শুনানি শেষে ২৫ মে ২০২৫ তারিখে আদালত গ্যাস সংযোগ ৭ (সাত) দিনের মধ্যে পুনঃস্থাপন করার নির্দেশ দেন। পাশাপাশি, আদালত মামলাটির রুল ৬ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করারও নির্দেশ দেন।
আদালতের নির্দেশনার প্রেক্ষিতে তিতাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। আইন বিভাগের মতামতের ভিত্তিতে সাভার বিক্রয় বিভাগ, গাজীপুর বিক্রয় বিভাগ এবং অন্যান্য বিভাগীয় কার্যালয়ে নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, সংযোগ পুনঃস্থাপনের সকল প্রস্তুতি নিতে হবে এবং পুরো প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিতাসের উপব্যবস্থাপনা পরিচালক (আইন) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কোম্পানির আইনি অনুমোদনের আলোকে শাইনপুকুর সিরামিকসের সংযোগ পুনঃস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিতাসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস সংযোগ চালু হওয়ায় শাইনপুকুর সিরামিকস আবারও উৎপাদন কার্যক্রমে ফিরতে পারবে, যা শিল্প খাত ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply