নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার অংশীজনদের মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তিনি আরও বলেন, আমরা সরকারি মালিকানাধীন কিছু কোম্পানির তালিকা তৈরি করে তাদের সঙ্গে বসছি। ইনশাআল্লাহ ভালো ফল দেখতে পাবো। পুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করতে হবে।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখসহ অংশীজন প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন আইসিবি, ডিএসই, সিএসই, সিডিবিএল, বিএমবিএ, ডিবিএ, বিএপিএলসি, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
সভায় আলোচনায় উঠে আসে— রাষ্ট্রায়ত্ত ও বড় কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ; ডিজিটাল আইপিও আবেদন চালু
তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করা; আইসিবিসহ অংশীজন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি; মিউচুয়াল ফান্ড ও বন্ড মার্কেটের উন্নয়ন; পুঁজিবাজারে করছাড়, বিনিয়োগ শিক্ষা ও সুশাসন নিশ্চিত করা; স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশন চালু; বাজার কাঠামোর আধুনিকায়ন ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা।
সভায় বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে কমিশন সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে। তিনি জানান, অনলাইন আইপিও আবেদন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।
রাশেদ মকসুদ বলেন, সিকিউরিটিজ আইন ও বিধিমালা যুগোপযোগী করে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে।
Leave a Reply