নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছে। তারা এরই মধ্যে এই প্ল্যাটফর্মের নামও ঠিক করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জানা যায়, কোম্পানির ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত হয়েছে। সভায় ই-কমার্স প্ল্যাটফর্মের নামও ঠিক করা হয়েছে। তারা ‘গোল্ডেন হারভেস্ট শপস ডটকম’ নামে এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
এর আগে ২০২১ সালে আগস্ট মাসে গোল্ডেন হারভেস্ট এগ্রোর একটি সহযোগী প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ই-কমার্স ব্যবসা শুরু করেছিল। তখন তারা ‘গোল্ডেন হার্ভেস্ট সার্ভিস লিমিটেড’ নামে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠা করেছিল। ওই সময়ে ই-কমার্স ব্যবসার মাধ্যমে তারা খাদ্য, গ্রোসারি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকেটিংসহ বেশ কিছু সেবা দিয়েছে। তবে ২০২২ সালে আগস্ট মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কথা জানিয়েছে ই-কমার্স ব্যবসায় থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গোল্ডেন হারভেস্ট এগ্রোর কোম্পানি সচিব মো. ইব্রাহীম হোসাইন বিজনেস প্রতিদিনকে বলেন, আমরা ‘ইন-হাউজ’ ই-কমার্স প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছি। যা আমাদের নিজস্ব আইটি বিভাগের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি সরাসরি কোনো ই-কমার্স ব্যবসা নয়। আমাদের নিজস্ব পণ্যের অধিক প্রচার ও বিক্রি বৃদ্ধির স্বার্থে এটি একটি প্ল্যাটফর্ম।’
উল্লেখ, ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন হারভেস্ট এগ্রো বেশ কয়েক বছর ধরেই ভালো ব্যবসা করতে পারছে না। কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। তবে ওই অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানির প্রায় ৭ কোটি টাকা লোকসান হয়েছে। আগের পাঁচ অর্থবছরের মধ্যে ৩ বছরই কোম্পানিটির লোকসান গুনতে হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের নামমাত্র ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
Leave a Reply