নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ বীমা কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তিকে ১ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কারসাজিতে অভিযুক্তরা হলেন:- মো. সাইফ উল্লাহ, মো. এ.জি. মাহমুদ ও এস. এম. মোতাহারুল জানান। এর মধ্যে মো. সাইফ উল্লাহকে ১ কোটি ১০ লাখ টাকা, সাইফ উল্লাহ ও মাহমুদকে যৌথভাবে ৪২ লাখ টাকা এবং মোতাহারুল জানানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির তথ্যমতে, ২০২১ সালের ১৯ থেকে ২৯ জুলাই পর্যন্ত সময়ে তারা যোগসাজশ করে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে পাঁচ কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ান। ওই সময় গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১৪ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।
কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে অভিযুক্তরা বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাদের ব্যাখ্যা কমিশন গ্রহণযোগ্য মনে না করায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
এর আগে একই ব্যক্তিরা প্রভাতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জনতা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অভিযোগেও জরিমানার মুখোমুখি হয়েছিলেন।
Leave a Reply