1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার সুরক্ষায় ডিএসইর বিশেষ বার্তা - Business Protidin
শিরোনাম :
প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত দেশে সরকারি ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কার্যক্রম শুরু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘ক্ষুদ্র ঋণ ব্যাংক’ গঠনের উদ্যাগ সরকারের পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের বেতন কমছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কর্মীদের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা লাভেলো আইসক্রিমের এমডির পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠান টিকে থাকা ও সফলতার মৌলিক ভিত্তি: আমির খসরু দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে দেশের ৬ কোটি ২০ লাখ মানুষ: বিশ্বব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কঠোর নির্দেশনা জারি

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার সুরক্ষায় ডিএসইর বিশেষ বার্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মশিউর সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই ব্রোকারেজ হাউজটির গ্রাহকরা অন্য যেকোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে লিংক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে নিজেদের শেয়ার ও ইউনিট স্থানান্তর করতে পারবেন। আর কোনো বিনিয়োগকারীর সিকিউরিটিজ লেনদেন বাবদ ওই ব্রোকারেজ হাউজটির কাছে অর্থ কিংবা শেয়ার প্রাপ্য থাকলে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি মশিউর সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন ও ডিপি ইতোপূর্বে স্থগিত করা হয়েছে। এ অবস্থায় কোম্পানির গ্রাহকদের বিও অ্যাকাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ারগুলো অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিংক বিও হিসাবে নির্ধারিত ফরম (সিডিবিএল ফরম-১৬) পূরণ সাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া কোনো গ্রাহকের সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট পাওনা অর্থ কিংবা শেয়ার প্রাপ্য থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ‘www.dse.com.bd/complaintCell_TREC_d.php’ এই ওয়েবসাইট লিংক থেকে অভিযোগ ফরম ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে নিজ স্বাক্ষর সম্বলিত প্রয়োজনীয় কাগজপত্র ডিএসইর কাছে পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে পোর্টফোলিও এবং অন্যান্য কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে। এসব ডকুমেন্ট জমা দেওয়ার ঠিকানা হবে– চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

গ্রাহকদের এই আবেদনের জন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকটি ফোন ও মোবাইল নম্বর এবং একটি ই-মেইল ঠিকানা সংযুক্ত করা হয়েছে।

ফোন নম্বর- ০২-৪১০৪০১৮৯-২০০ এর এক্সটেনশন- ১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫ ও ১৬৪৫। মোবাইল নম্বর- ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১ এবং ০১৭৩০-৩৩১৮৬৬। আর ই-মেইল ঠিকানা- icald@dse.com.bd।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com