1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে অবরুদ্ধ করে বিক্ষোভ - Business Protidin

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে অবরুদ্ধ করে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কার ঘোষণা করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে তাকে কারওয়ান বাজারের টিকে ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা।

আন্দোলনরত ব্যাংকটির ম্যানেজাররা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে (এমডি শফিক বিন আবদুল্লাহ) পুনঃনিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন। আমরা তার বহিষ্কার চাই।

অন্যদিকে আইসিবি ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যাংক ও আমানতকারীর স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত টিম।

এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকটির এমডি হিসেবে তার পুনঃনিয়োগের আবেদন নাকচ করা হয়। একই সঙ্গে দ্রুত ব্যাংকটিতে একজন নতুন এমডি নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এখনও অফিস করছেন শফিক। সেই সঙ্গে তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছেন ব্যাংকটির চেয়ারম্যান।

এ বিষয়ে ব্যাংকটির এমডি শফিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যাংক থেকে পুনরায় আবেদন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্যাংক থেকে তাকে এমডি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com