1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন - Business Protidin

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিজনেস প্রতিদিন ডেস্ক: জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে সহকর্মীরা কেক কেটে তার ৫৬তম জন্মদিন উদাযাপন করেন।

ন্যাশনাল লাইফের সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোস্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান ইভিপি এস এম বাকী বিল্লাহ, হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট শেখ মারুফুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. এমরান, প্রশিক্ষণ বিভাগের ডিভিপি মো. নুরুজ্জামান লিটন, চেয়ারম্যান দপ্তরের ডিভিপি মো. জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি প্রমুখ।

মো. কাজিম উদ্দিন বাংলাদেশের জীবন বীমা শিল্পে একজন সফল ও খ্যাতিমান ব্যক্তিত্ব এবং দক্ষ সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেলে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্ম জীবন শুরু করেন। একই কোম্পানির এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে ধারাবাহিকভাবে সফলতার সাথে প্রত্যেক ধাপ অতিক্রম করে ২০২০ সালের ২১জুন সিইও পদে তিনি অধিষ্ঠিত হন। এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে একই কোম্পানির শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া নির্বাহী হিসেবে তিনি বাংলাদেশে অদ্বিতীয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com