সংবাদ বিজ্ঞপ্তি: জায়নাক্স হেলথের সঙ্গে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রোটেক্টিভ ইসলামী লাইফের পলিসি ধারকরা জাইনাক্স হেলথের পরিষেবাগুলোতে অ্যাক্সেস পাবেন। এরমধ্যে রয়েছে ২৪/৭ অনলাইন ডাক্তার পরামর্শ, হাসপাতালে ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্ট ডিসকাউন্ট ও ঔষধ হোম ডেলিভারি।
বিনিময়ে জাইনাক্স হেলথ ব্যবহারকারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বীমা কভারেজ থেকে উপকৃত হবেন, যা চিকিৎসা জরুরি অবস্থার সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইনাক্স হেলথের চিফ অপারেটিং অফিসার জরাসেল হোসেন, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এস. এম. মনজুরুল আলম, সিনিয়র ম্যানেজার নিপা আক্তার এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. কিশোর বিশ্বাস ও সিনিয়র ম্যানেজার মো. তাবিন বাশার।
Leave a Reply