নিজস্ব প্রতিবেদক: কাঁচামাল সংকট, বিদ্যুৎ লাইনে জটিলতা, ঋণ খেলাপি, তারল্য সংকটসহ নানা জটিলতার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) প্রায় চার বছরেরও বেশি সময় ধরে কারখানা ও উৎপাদন বন্ধ রয়েছে।
তবে আরএসআরএমের শেয়ার কিনে হাজারের অধিক বিনিয়োগকারী ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও বিষয়টি সমাধানে কোম্পানিটির কিংবা নিয়ন্ত্রক সংস্থা কারও কোন তৎপরতা দেখা যায়নি। এই পরিস্থিতেও গত কিছুদিন ধরে বেড়েই চলেছে কোম্পানিটির শেয়ারের দর।
গেল সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দরবৃদ্ধির শীর্ষ তালিকার ৪ নম্বরে অবস্থান নেয় কোম্পানিটি। গত ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা বা ৩১ দশমিক ৯১ শতাংশ। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা আরএসআরএমের মতো কোম্পানির শেয়ারদরের এমন বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করেন বাজার বিশেষজ্ঞরা।
চট্টগ্রামভিত্তিক রতনপুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) ২০১৪ সালের পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। পুঁজিবাজার থেকে প্রিমিয়ামের মাধ্যমে বড় অর্থ সংগ্রহ করা কোম্পানিটি লোকসানকে কারণ হিসেবে দেখিয়ে ২০২০ সালের শেষের দিকে কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পর আর কারখানার উৎপাদন চালু করতে পারেনি প্রতিষ্ঠানটি।
উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। লোকসানের কারণে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২১-২২ হিসাববছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান ছিলো প্রায় ৩৮ কোটি টাকা।
Leave a Reply