নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের নিরাপত্তায় ২৬ জন আনসার নিয়োগ দিয়েছে সংস্থাটি। এর মধ্যে সশস্ত্র ৪ জন।
বিএসইসির একটি সূত্র জানিয়েছে, ১ এপ্রিল থেকে আনসার সদস্যরা বিভিন্ন শিফটে বিএসইসির নিরাপত্তায় কাজ করছেন।
বিষয়টি নিয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিএসইসি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। প্রক্রিয়া মেনে নিরাপত্তা ব্যবস্থার জন্য আনসার সদস্য চেয়ে আবেদন করা হয়েছিল। নির্ধারিত পদ্ধতি মেনে ২৬ আনসার সদস্য দেওয়া হয়েছে। বিএসইসির নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসইসি ভবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আনসার নিয়োগ করার প্রসঙ্গে কমিশন সভায় আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বিএসইসিকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) বিবেচনায় কমিশন ভবনের নিরাপত্তা বিধানে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন থেকে আনসার সদস্য চাওয়া হয়। এরপর ১৭ মার্চ বিভিন্ন শর্তের আলোকে আবাসন সুবিধা বাদে মোট ২৬ আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
Leave a Reply