নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে দুপুরে বিক্ষোভটি হয়।
বিক্ষোভে বিনিয়োগকারীরা দ্রুত খন্দকার রাশেদ মাকসুদ ও অধ্যাপক আবু আহমেদের অপসারণ দাবি করেন। তারা পদত্যাগ না করলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন তারা।
বক্তারা বলেন, দেশের পট পরিবর্তনের পর শেয়ারবাজারের ইনডেক্স কমেছে প্রায় ৮০০-৯০০ পয়েন্ট। এমন চলতে থাকলে আমাদের কোন গতি থাকবে না। আমরা আশা করেছিলাম নতুন কমিশন আশার আলো দেখাবে কিন্তু এখন তার বিপরীত অবস্থা আমাদের।
বর্তমানে কারা দেশের শেয়ারবাজার ধ্বসের পায়তারা করছে উল্লেখ করে তারা বলেন, আমরা তাদের চিনি। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে ভালো কিছু করার আশায় এখন হচ্ছে তার বিপরীত। আমরা কারো নাম বলতে চাই না তবে আপনাদের আমরা চিনি এবং জানি আপনাদের কৃতকর্ম সম্পর্কে।
Leave a Reply