1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ - Business Protidin
শিরোনাম :
শেয়ারবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছাড়াল ৩৭ শতাংশ সুতা আমদানিতে শুল্ক আরোপ প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপ শেয়ারবাজার সংস্কারের প্রধান ভিত্তি ৩টি বিধিমালা সম্পন্ন হয়েছে: রাশেদ মাকসুদ হিরুর ফেসবুক বার্তা: নতুন বছরে একদিনে শেয়ারবাজারে বড় উত্থান ব্যবসা টিকে থাকার শঙ্কায় ইন্ট্রাকোর দুই সহযোগী প্রতিষ্ঠান দুইটি সহযোগী প্রতিষ্ঠান চালু করবে এসিআই আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ ৫২ কোম্পানি ও ১৭ মিউচুয়াল ফান্ড বেক্সিমকোর তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ বিএসইসির দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার

শেয়ারবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে ডিএসইতে যে কয়টি সিকিউরিটিজের দরপতন হয়েছে, তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক ১ শতাংশের বেশি বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে আড়াই মাস আগের অবস্থানে ফিরেছে। আর বাজারটিতে টাকার অংকে লেনদেনও ২ মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

অপর পুঁজিবাজার সিএসইতেও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। এ বাজারেও লেনদেন দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে।

পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে নিম্নমূখী আচারণ করছিলো। আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকদিন ধরেই বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করা হলেও তেমনটি দেখা যায়নি। অবশেষে নির্বাচনের ঠিক শেষ মুহূত্বে এসে বাজারে গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে বড় উত্থানে সঙ্গে লেনদেনেও চাঙাভাব দেখা গেছে। অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে- এই বিষয়টি স্পষ্ট ও দৃশ্যমান।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৭২টির এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকটির এই অবস্থান গত ৩০ অক্টোবরের পর সর্বোচ্চ, ওইদিন সূচকটি ৫ হাজার ১২২ পয়েন্টে ছিল। অর্থাৎ আড়াই মাসের বেশি সময়ের মধ্যে আজকে সূচকটি সর্বোচ্চ অসবস্থানে উঠেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন, ডিএসইতে মোট ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজকের এই লেনদেন গত ২৫ নভেম্বরের পর সর্বোচ্চ। ওইদিন ঢাকার এই বাজারে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার মালিকানা হাতবদল হয়েছিলো। গতকাল ডিএসইতে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক সিএসআই ৬ পয়েন্ট বেড়ে ৮৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩৩ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, কমেছে ৩৬টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৬ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com