নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি গত ৩০ জুন শেষ হওয়া ২০২৪ অর্থবছরের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা ১০ শতাংশ বেড়ে ৬৭ কোটি ৪ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, ইবনে সিনার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সা এবং শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ১২ টাকা ৪৮ পয়সা।
Leave a Reply