1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ২০২তম পর্ষদ সভা অনুষ্ঠিত - Business Protidin

প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ২০২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০২তম সভা গতকাল রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় কোম্পানির সভাকক্ষে ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ২০২০ আর্থিক বছরের জন্য ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আগামী ২৯ জুন ২০২৫ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়র্স, বাংলাদেশ (আইডিইবি) বার্ষিক সাধারণ সভার ঘোষণা দেয়া হয়। যেখানে ২০২০ থেকে ২০২৩ এই ৪ বছরের কোম্পানির আর্থিক প্রতিবেদনপ্রকাশ করা হবে বলেও সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মন্ডলী: মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ; এম.এ করিম, বাবেল মিয়া, কামাল মিয়া এবং মনোনীত পরিচালক সেলিম রেজা এফসিএ, এফসিএস; জহুরুল সৈয়দ বখত সিপিএ, সিএমএ, এফসিএমএ ও আব্দুস শকুর চৌধুরী।

সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিনসহ কোম্পানির উচ্চতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮.৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০.৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০.৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com