নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে।
রোববার (০৪ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে জেনিথ লাইফ ও বিএসআরএফের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব ও সেক্রেটারি মাসুদুল হক।
Leave a Reply