নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের (২০২৫-২৬) প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানোসহ শেয়ারবাজারের জন্য ৩টি সুযোগ রাখা হয়েছে। যা শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে তিনি এসব সুবিধা প্রস্তাব উত্থাপন করেন।
বাজেটে সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের ব্যবধান বেড়ে ৭.৫০ শতাংশ হচ্ছে।
Leave a Reply