সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ২১-২৪তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৯ জুন) সকাল ১১ টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, গোলাম মোস্তফা আহমেদ,জাকারিয়া আহাদ, কামাল মিয়া এবং মনোনীত পরিচালক আব্দুস শাকুর চৌধুরী, জহুরুল সৈয়দ বখত এফসিএমএ, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ-স্বতন্ত্র পরিচালক। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-মনসুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
বাষিক সাধারণ সভায় ২০২০ ইং সাল থেকে ২০২৩ ইং সাল পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ২০২০ ইং অর্থবছরের জন্য ২.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
Leave a Reply