সংবাদ বিজ্ঞপ্তি: মান ইন্টারন্যাশনাল ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩০ জুন) রাজধানীর এক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তি অনুযায়ী, মান ইন্টারন্যাশনালের গ্রাহক ও সদস্যদের জন্য বিশেষ বীমা সেবা ও সুবিধা প্রদান করবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে মান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান ও ব্যবস্থাপক মো. ইব্রাহীম সরদার এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস, উর্ধ্বতন ব্যবস্থাপক মো. তাবিন বাশার ও সহকারী ব্যবস্থাপক মো. আশেকুর রহমান উপস্থিত ছিলেন।
দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ ও সাশ্রয়ীভাবে বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
Leave a Reply