1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইন্স্যুরেন্সে ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে বড় পরিবর্তন - Business Protidin
শিরোনাম :
আকিজ তাকাফুল লাইফের সিইও সাজ্জাদুল করিমের নিয়োগ অনুমোদন ইন্স্যুরেন্সে ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে বড় পরিবর্তন তৃপ্তি ইন্ডাস্ট্রিজের ৪০ শতাংশ শেয়ার কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আয়কর রিটার্ন না দিলে বিচ্ছিন্ন হতে পারে গ্যাস–বিদ্যুৎ সংযোগ শেয়ারবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছাড়াল ৩৭ শতাংশ সুতা আমদানিতে শুল্ক আরোপ প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপ শেয়ারবাজার সংস্কারের প্রধান ভিত্তি ৩টি বিধিমালা সম্পন্ন হয়েছে: রাশেদ মাকসুদ হিরুর ফেসবুক বার্তা: নতুন বছরে একদিনে শেয়ারবাজারে বড় উত্থান ব্যবসা টিকে থাকার শঙ্কায় ইন্ট্রাকোর দুই সহযোগী প্রতিষ্ঠান

ইন্স্যুরেন্সে ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে বড় পরিবর্তন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে মোটর বীমায় ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ (এফআইভি) নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে এখন থেকে শোরুমের ইনভয়েস মূল্যকেই এফআইভি নির্ধারণের ভিত্তি হিসেবে ধরা হবে।

আইডিআরএ সূত্র জানায়, গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত সেন্ট্রাল রেটিং কমিটির ১৮৭তম সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত আইডিআরএর ১৯৩তম সভায় তা অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে ‘নন–লাইফ ১১০/২০২৬’ নম্বরের একটি সার্কুলার জারি করেছে সংস্থাটি।

সার্কুলারে বলা হয়েছে, ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে শোরুমের ইনভয়েস মূল্যই ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ হিসেবে বিবেচিত হবে। তবে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে বীমাকারী ও বীমাগ্রহীতা পারস্পরিক আলোচনার মাধ্যমে বাজারমূল্যের ভিত্তিতে এফআইভি নির্ধারণ করবেন।

এ ক্ষেত্রে তৎকালীন বীমা অধিদপ্তরের অধীন সেন্ট্রাল রেটিং কমিটির জারি করা সার্কুলার (মোটর–১৫/২০০৯, তারিখ: ১ নভেম্বর ২০০৯) অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় হার নির্ধারণ করা হয়েছে। প্রথম এক বছর পর্যন্ত কোনো অবচয় প্রযোজ্য হবে না। এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম বয়সী গাড়ির ক্ষেত্রে অবচয় হার হবে ১০ শতাংশ। এ ছাড়া দুই থেকে তিন বছর বয়সী গাড়িতে ১৫ শতাংশ, তিন থেকে চার বছরে ২০ শতাংশ, চার থেকে পাঁচ বছরে ২৫ শতাংশ, পাঁচ থেকে ছয় বছরে ৩০ শতাংশ, ছয় থেকে সাত বছরে ৪০ শতাংশ এবং সাত বছরের বেশি বয়সী গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ অবচয় প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে মোটর বীমায় ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হবে। পাশাপাশি বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা বাড়বে এবং বীমাগ্রহীতা ও বীমাকারীর মধ্যকার বিরোধ কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com