নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ।
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
কনফিডেন্স সিমেন্টে ৯ কোটি ৬০ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৩ বছরের বেশি সময় ধরে অবন্টিত রয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।
অথচ বিএসইসির ২০২১ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত নির্দেশনায়, ৩ বছর বা তার বেশি সময় পরে থাকা অবন্টিত লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৬ কোটি ২৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৬৬ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০৮ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৫৩.৮০ টাকায়।
Leave a Reply