নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হালনাগাদ করা হচ্ছে। এতে এই সূচকে নতুন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডকে যুক্ত করা হয়েছে ।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী রোববার (২০ অক্টোবর) থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া কোম্পানিটিকে বিবেচনায় নেওয়া হবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে নতুন কোম্পানি হিসেবে যুক্ত হয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। সমাপ্ত প্রান্তিক শেষে এ সূচক সমন্বয় করা হয়েছে। তবে ডিএসইএক্স সূচক থেকে এবার কোন কোম্পানি বাদ পড়েনি।
উল্লেখ, প্রতি ৩ মাস পরপর ডিএসইএক্স সূচক এবং প্রতি ৬ মাস পর ডিএস-৩০ সূচক সমন্বয় করে থাকে ডিএসই।
Leave a Reply