নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী এবং মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হুসনা এবং মেয়ে রশমি রুহীকে ৬০ লাখ ৬০ হাজার করে প্রতিষ্ঠানটির মোট ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। গত কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার দর দাঁড়ায় ৫৯৩ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। ২০ জানুয়ারি থেকে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে পরিচালিত এই স্থানান্তর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
আলমের পরিবারের সদস্যদের কাছে শেয়ার হস্তান্তরের দ্বিতীয় ঘটনা এটি। গত ডিসেম্বরে তিনি একইভাবে তার মেয়ে এবং স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছিলেন। ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের কাছে মালিকানা হস্তান্তরের জন্য ওয়ালটনের নেতৃত্বের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা।
এর আগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ওয়ালটনের আরও পাঁচ স্পন্সর ডিরেক্টর তাদের পরিবারের সদস্যদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তর করেন।এর মধ্যে এস এম মাহবুবুল আলম ২ কোটি ৫ লাখ শেয়ার, এস এম আশরাফুল আলম ১ কোটি ৫১ লাখ শেয়ার, এস এম নুরুল আলম রেজভী ৯০ লাখ, এস এম শামসুল আলম ৩ কোটি ৬৪ লাখ শেয়ার এবং এস এম মঞ্জুরুল আলম ১ কোটি ২০ লাখ শেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
কোম্পানির শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুসারে, এই শেয়ার ট্রান্সফারের ফলে ওয়ালটনে স্পন্সর ও ডিরেক্টরদের মোট শেয়ারহোল্ডিং ২০২৪ সালের জুনের ৯৮.৫১ শতাংশ থেকে কমে ২০২৪ সালের ডিসেম্বরে ৬৯.০৭ শতাংশে নেমে এসেছে।
ইতোমধ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ১ হাজার ৩৫৬ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি।
Leave a Reply