1. baiozidkhan@gmail.com : admin_bizp :
'আসন্ন বাজেটে লভ্যাংশ আয় ও বিনিয়োগে কর ছাড় থাকবে' - Business Protidin

‘আসন্ন বাজেটে লভ্যাংশ আয় ও বিনিয়োগে কর ছাড় থাকবে’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগ ও তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ আয়ে কর ছাড় সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সঙ্গে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংস্থাটি।

‘বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিএসইসির তাৎক্ষণিক কর্মপরিকল্পনা’ শিরোনামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজার স্থিতিশীল রাখতে এবং আস্থা ফেরাতে ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য- বাজারে সূচকের বড় পরিবর্তনে যেসব শেয়ার বেশি প্রভাব রাখছে, সেগুলোর লেনদেনে বাড়ানো হবে নজরদারি, লাভজনক রাষ্ট্রায়ত্ত, বহুজাতিক, বস্ত্র ও ওষুধ খাতের কোম্পানিগুলোর তালিকাভুক্তি উৎসাহিত করা হবে, অতালিকাভুক্ত কোম্পানিকে বাজারে আনতে কর ছাড়সহ প্রণোদনা দেওয়া হবে, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন সীমিত করে শেয়ারবাজারকে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলা হবে।

বিএসইসি জানিয়েছে, বাজার উন্নয়নে অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হবে। শেয়ারবাজার বিষয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইলেক্ট্রনিক মিডিয়াতে টকশো এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে বার্তা দেওয়া হবে।

কমিশন আশা করছে, এসব পদক্ষেপ এবং কর্মপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং বাজারে স্থিতিশীল হবে।

এদিন রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ, যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, শেয়ারবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং বিএসইসির নির্বাহী পরিচালকদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি এপ্রিলে লাগাতার দরপতনের পরও বিএসইসির নিষ্ক্রিয়তাকে দায়ী করে কিছু বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করছেন। তারা সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ পদে ‘অযোগ্য’ এমন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন।

সরকারি একটি সংস্থার চাপে বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন- এমন গুজবে রোববার পতনের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। পতন করছেন না- এমন খবরে ফের দরপতন শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও এফআইডির সচিব বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com