নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) আরএ একটি সহযোগী কোম্পানি খুলবে। কোম্পানিটির নাম এসিআই বায়োসায়েন্স লিমিটেড।
সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) এর ২২৪ তম পর্ষদ সভায় নতুন কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, এসিআই বায়োসায়েন্স লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর এর পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা। এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) আলোচিত কোম্পানির ৯০ শতাংশ শেয়ার ধারণ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
Leave a Reply