নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ শুরু করেছে।
এর অংশ হিসেবে দেশের প্রধান ওষুধ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) পুঁজিবাজারে আনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনা হলে কর্পোরেট সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা উন্নত হবে এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়বে। এসেনশিয়াল ড্রাগসের তালিকাভুক্তি পুঁজিবাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কয়েকমাস ধরে পুঁজিবাজার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সরকারি লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প খাতের ১৫টি প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য নির্ধারিত রয়েছে।
বর্তমানে দেশের পুঁজিবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত, যার কারণে এই উদ্যোগ পুঁজিবাজারের গভীরতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এসেনশিয়াল ড্রাগস কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিএসইর আলোচনার চেষ্টা চলছে। সরকারের এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক সংস্কার ও স্বচ্ছতার দিকে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply