নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকা। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এটি গত এক বছরের মধ্যে সর্বেোচ্চ লেনদেন। যা গত বছর ১৪ আগস্ট ১২’শ ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছিল।
রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৯০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৬ টি কোম্পানির বাজারদর।
Leave a Reply