নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫৩০ কোটি ১২ লাখ টাকা নগদের পাশাপাশি ৩ কোটি ৩ লাখ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে বিতরন করবে। বড় মূলধনী এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবার স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির ৪৬তম পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ ও কোম্পানির অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানি। এর সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।
আর্থিক প্রতিবেন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৪ টাকা ২২ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছে প্রায় ১ হাজার ৩৭ কোটি টাকা। গত হিসাব বছরে ইপিএস ৪৪ টাকা ৭৮ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা কমেছে ৩২০ কোটি টাকা। মুনাফা কমায় কোম্পানির নগদ লভ্যাংশ হারও কমানো হয়েছে। গত হিসাব বছরের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া কোম্পানিটি সর্বশেষ হিসাব বছরে মাত্র ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে লভ্যাংশ ঘোষণা পরবর্তী প্রথম কার্যদিবসে কোম্পানির শেয়ারদর আজ সার্কিট ব্রেকারের আওতামুক্ত থাকবে। অথাৎ আজ কোম্পানির শেয়ার দর যতটা ইচ্ছে বাড়তে কিংবা কমতে পারবে। যেহেতু কোম্পানি মুনাফা ও লভ্যাংশ হার কমেছে, সেহেতু স্বাভাবিক নিয়মেই কোম্পানির শেয়ার দর আজ নিম্নমূখী রয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শেয়ারটির দর প্রায় ৩ শতাংশ বা ১৫ টাকার উপরে কমে ৪৭৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।
কোম্পানিটি বলছে, চলতি বছরে ৩০ জুন শেষে তাদের পরিচালন সক্ষমতা ও সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে। আলোচিত সময় শেষে শেয়ার প্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময় শেষে যা ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা। আর গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সায়। আগের বছরের একই সময় শেষে যা ছিল ২৮৮ টাকা ২৯ পয়সা।
এদিকে গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত সমঝোতা স্বারকে (এমওইউ) অনুমোদন করা হয়েছে।
Leave a Reply