নিজস্ব প্রতিবেদক: কানাডার বাজারে প্রথমবারের মতো ওষুধ বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি। এরই মধ্যে একটি ওষুধের দুটি ভ্যারিয়েন্ট দেশটির বাজারে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে রেনাটা।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল দশমিক ১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল দশমিক শূণ্য ৩ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে। কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে ওষুধ দুটি বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।
যুক্তরাজ্যের বাজারে রেনাটার আরেকটি ওষুধ
৯ দিন পর হাজার কোটির নিচে লেনদেন
জানা গেছে, এই ওষুধ দুটি গর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হয়, যা মহিলাদের গর্ভাবস্থা প্রতিরোধের জন্য একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে স্বীকৃত।
Leave a Reply