নিজস্ব প্রতিবেদক: আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ সাজ্জাদুল করিম, এফএলএমআইকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি ২০২৬ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জীবন বীমা খাতে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মোহাম্মদ সাজ্জাদুল করিমকে অনুমোদন দেওয়া হয়েছে। তার জীবন বীমা শিল্পে ম্যাক্রো ও মাইক্রো উভয় পর্যায়ে ২৭ বছরেরও বেশি সময়ের নেতৃত্বমূলক অভিজ্ঞতা রয়েছে। তিনি জীবন, স্বাস্থ্য ও পশুপালন খাতে বীমা ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে মোহাম্মদ সাজ্জাদুল করিম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, পিকেএসএফ, আইএনএএফআই এবং অ্যালিকো বাংলাদেশে (বর্তমানে মেটলাইফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।
মোহাম্মদ সাজ্জাদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ এবং অ্যাকাউন্টিংয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (লোমা) থেকে লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফেলো (এফএলএমআই)।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার নিয়োগ অনুমোদন প্রাপ্তিতে মোহাম্মদ সাজ্জাদুল করিমকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব অনুমোদনের জন্য বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Leave a Reply