নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে শেখ রকিবুল করিম, এফসিএ’র নিয়োগ অনুমোদন দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গার্ডিয়ানের প্রবৃদ্ধি, সুশাসন ও গ্রাহককেন্দ্রিক কৌশল প্রণয়নে তার অবদানের স্বীকৃতি স্বরূপ পরিচালনা পর্ষদ শেখ রকিবুল করিম, এফসিএর ওপর এ দায়িত্বের অর্পনে আইডিআরএ আবেদন করার পর অনুমোদন করা হয়
২০১৯ সালে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন শেখ রকিবুল করিম। পরবর্তীতে, তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তার কর্মকালীন সময়ে গার্ডিয়ানের কমপ্লায়েন্স ও করপোরেট গভর্নেন্স আরও সুদৃঢ় হয়েছে। তিনি প্রতিষ্ঠানের কাজের ধরণ ও গ্রাহক সেবাকে ডিজিটাল রূপ দিয়েছেন। তার নেতৃত্বে গ্রাহকসংখ্যা বেড়ে ১ কোটি ২৮ লাখ-এ উন্নীত হওয়ার পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স, ডিজিটাল ও মাইক্রোইন্স্যুরেন্স খাতে প্রতিষ্ঠানটি শক্ত অবস্থান তৈরি করেছে।
গার্ডিয়ানে যোগদানের আগে তিনি কেপিএমজি বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে শীর্ষস্থানীয় বিভিন্ন পদে কাজ করেছেন।
উল্লেখ্য, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য। কৌশলগত দৃষ্টিভঙ্গি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য তিনি সুপরিচিত।
শেখ রকিবুল করিম এর নতুন এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশজুড়ে উদ্ভাবন জোরদার হবে এবং আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ ঘটবে। এছাড়া, তিনি গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবেন বলে মনে করে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
Leave a Reply