1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইফ বীমায় নতুন বিধি: দেশের বাইরে প্রধান কার্যালয়ের ব্যয়সীমা সর্বোচ্চ ৩ শতাংশ - Business Protidin
শিরোনাম :
অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের আলোচনা অনুষ্ঠিত লাইফ বীমায় নতুন বিধি: দেশের বাইরে প্রধান কার্যালয়ের ব্যয়সীমা সর্বোচ্চ ৩ শতাংশ দুই বছরের মুনাফা পাচ্ছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ব্যবসা ও মুনাফা ধস টেকনো ড্রাগসের কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সরকারের সব ব্যাংক একসঙ্গে ঠিক করা সম্ভব নয়: গভর্নর শেয়ারবাজারে পলিসি রিফর্মের আশ্বাস তারেক রহমানের গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিমের নিয়োগ অনুমোদন নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার আকিজ তাকাফুল লাইফের সিইও সাজ্জাদুল করিমের নিয়োগ অনুমোদন

লাইফ বীমায় নতুন বিধি: দেশের বাইরে প্রধান কার্যালয়ের ব্যয়সীমা সর্বোচ্চ ৩ শতাংশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে ‘লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০’-এ নতুন বিধি–৪ সংযোজন করা হয়েছে।

সংযোজিত এই নতুন বিধিটি ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন বিধিতে বলা হয়েছে, বীমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাইরে থাকলে প্রধান কার্যালয়ের ব্যয় বীমাকারীর লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সংশ্লিষ্ট বৎসরের নীট প্রিমিয়াম আয়ের সর্বোচ্চ ৩ শতাংশ (তিন শতাংশ) পর্যন্ত করা যাবে;

তবে শর্ত থাকে যে, এই বিধির অধীন প্রধান কার্যালয়ের ব্যয়ের সীমা বিধি ৩ এ নির্ধারিত ব্যয় সীমার অন্তর্ভুক্ত হবে এবং কোনো অবস্থাতেই উক্ত ব্যয় সীমার অতিরিক্ত হিসাবে গণ্য হবে না:

আরও শর্ত থাকে যে, এই বিধির অধীন প্রধান কার্যালয়ের ব্যয় বাবদ কোনো অর্থ বাংলাদেশের বাইরে প্রেরণের পূর্বে কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

এর আগে ২০২০ সালে ‘লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা-২০২০’ প্রণয়ণ করা হলেও সেখানে বীমা কোম্পানির প্রধান কার্যালয় দেশের বাইরে হলে কি পরিমাণ অর্থ সেখানে পাঠানো যাবে তার কোন উল্লেখ করা হয়নি।

অপরদিকে বীমা আইন ২০১০ এ প্রধান কার্যালয়ের ব্যয়ের সীমা নির্ধারণের কথা উল্লেখ করা হলেও কোন পরিমাণ বা শতাংশ উল্লেখ করা হয়নি। এ ছাড়াও দেশের বাইরে প্রধান কার্যালয় হলে কি পরিমাণ অর্থ সেখানে পাঠানো যাবে তারও কোন সিদ্ধান্ত ছিল না।

এই প্রেক্ষিতে ২০২২ সালের ১৯ মে লাইফ বীমা কোম্পানির বিদেশে প্রধান কার্যালয়ের ব্যয় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বীমা আইন, ২০১০ এর ধারা ৬২ মোতাবেক বীমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাইরে থাকলে সেক্ষেত্রে প্রধান কার্যালয়ের ব্যয়ের যথাযথ অংশ নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো:

ব্যয় নিরুপণের ভিত্তি হবে নিট প্রিমিয়াম এবং ব্যয়ের সর্বোচ্চ শতকরা হার হবে- ১ম বর্ষ প্রিমিয়াম ২০০ কোটি টাকা বা এর কম হলে ১.০০ শতাংশ; ১ম বর্ষ প্রিমিয়াম ২০০ কোটি টাকার বেশি কিন্তু ৪০০ কোটি টাকা বা এর কম হলে ০.৭৫ শতাংশ এবং ১ম বর্ষ প্রিমিয়াম ৪০০ কোটি টাকার বেশি হলে ০.৫০ শতাংশ।

এ ছাড়াও নবায়ন প্রিমিয়াম ৫০০ কোটি টাকা বা এর কম হলে ০.৫০ শতাংশ; নবায়ন প্রিমিয়াম ৫০০ কোটি টাকার বেশি কিন্তু ১০০০ কোটি টাকা বা এর কম হলে ০.৪০ শতাংশ; নবায়ন প্রিমিয়াম ১০০০ কোটি টাকার বেশি কিন্তু ১৫০০ কোটি টাকা বা এর কম হলে ০.৩০ শতাংশ; নবায়ন প্রিমিয়াম ১৫০০ কোটি টাকার বেশি কিন্তু ২০০০ কোটি টাকা বা এর কম হলে ০.২৫ শতাংশ এবং নবায়ন প্রিমিয়াম ২০০০ কোটি টাকার বেশি হলে ০.২০ শতাংশ।

এক্ষেত্রে বাংলাদেশের বাইরে প্রধান কার্যালয়ের খরচ পাঠানোর জন্য কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নেয়ার শর্ত জুড়ে দেয়া হয়। এর আগে ২০২২ সালে প্রজ্ঞাপন জারির আগে যুক্তরাষ্ট্রে অবস্থিত মেটলাইফের প্রধান কার্যালয়ের খরচ নির্ধারণ করা হতো ১৯৫৮ সালের বিধিমালা অনুসারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com