1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেমিনার - Business Protidin

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেমিনার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে শনিবার (২৯ জুন) কুমিল্লায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ছিলেন যারা সবাই ছিলেন রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের সদস্য।

আর্থিক স্বাক্ষরতা সেমিনারের মূল উদ্দেশ্য কুমিল্লা জেলার মানুষকে হুন্ডির পরিবর্তে বৈধ পথে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে অধিকতর উৎসাহিত করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, গুণবতী শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ ইমরান, ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক গাজী মো. গোলাম রাব্বী, দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্কুশন ইউনিটের সদস্য সাহাবুব আলম ও মোহাম্মদ মনজুর রহমান এবং ব্যাংকের ফরেন রেমিট্যান্স ইনচার্জ শাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথিসহ সকল বক্তা জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর তাগিদ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com