1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে ৪০ লাখ মার্কিনী - Business Protidin

স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে ৪০ লাখ মার্কিনী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসছেন। সব ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন। ট্রাম্পের বিজয়ের পর কয়েক মিলিয়ন আমেরিকান স্বাস্থ্য বীমা সুবিধা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে ২০১০ সালের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা বিষয়ক মার্কিন আইনটি পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে।

এই আইনের আওতায় দেশের স্বাস্থ্য বীমা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৪ কোটি আমেরিকান স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। ডেমোক্র্যাটরা এই আইন পাস করে। যুক্তরাষ্ট্রে এই আইনটি এখন ব্যাপকভাবে জনপ্রিয়।

দ্যা সেন্টার্স ফর মেডিকেয়ার এবং মেডিকেড সার্ভিসেস এর তথ্য মতে, ২০২৪ সালে ২০ মিলিয়নেরও বেশি মানুষ এসিএ’র মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা পেয়েছে। ২০২১ সালে ভর্তুকি কার্যকর হওয়ার পর থেকে কম অর্থপ্রদানসহ এসিএ প্ল্যানগুলোতে তালিকাভুক্তি দ্বিগুণ হয়েছে।

অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট বা এসিএ মার্কেটপ্লেসগুলো থেকে স্বাস্থ্য বীমা কেনার জন্য ভর্তুকি আগামী ২০২৫ সালের শেষের দিকে শেষ হতে চলেছে৷ যদি ভর্তুকি দেয়ার সময়সীমা বাড়ানো না হয় তাহলে অনেকের পক্ষে কভারেজ গ্রহণ করা অসাধ্য হয়ে উঠতে পারে৷

কনগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) অনুমান করছে, যদি ভর্তুকি পরের বছর শেষ হওয়ার অনুমতি দেয়া হয় তাহলে ২০২৬ সালে প্রায় ৪ মিলিয়ন তথা ৪০ লাখ মানুষ তাদের স্বাস্থ্য বীমা কভারেজ হারাবে। কারণ তারা এই খরচ বহন করতে সক্ষম হবে না।

বাজেট পর্যালোচনার এই প্রতিষ্ঠানে অরাজনৈতিক অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা কাজ করে থাকেন। তারা ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা পরিকল্পনা মূল্যায়ন করে এই আশঙ্কা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com