নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ।
বার্ষিক সাধারণ সভায় বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাশেষে বিআইএ’র নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন দেশের প্রথম বেসরকারি বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) তার বক্তব্যে বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানিগুলোর সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।
Leave a Reply