সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী গ্রুপ বীমার আওতায় দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের স্বাস্থ্য বীমা দাবীর চেক প্রদান করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের নিকট এই চেক হস্তান্তর করেন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার মধ্যে সম্পাদিত গ্রুপ বীমার চুক্তির আলোকে মোঃ সাইফুল ইসলামের চিকিৎসা ব্যয় বাবদ উক্ত চেক প্রদান করা হয়।
কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ ইনস্যুরেন্স বিভাগের প্রধান কাজী মোহাম্মদ মহসীন, অডিট বিভাগের প্রধান মোঃ ফজলে এলাহী চৌধুরী।
Leave a Reply